ছন্দ ও গল্পের ভাণ্ডার

রাত্রি জেগে চাঁদের হাসি,
মেঘে ঢাকা স্বপ্ন ভাসি,
ভোরের কুয়াশা, শিশির কণা,
তোমার স্মৃতি মনে গাঁথা।

এক ছিল রাজা, এক ছিল রানি,
দুজনার ভালোবাসা ছিল বড়ো জ্বালানি,
দুঃখে ছিল সুখের ছায়া,
তাদের প্রেমেই গড়ে ওঠে মায়া।